এমনি এক ঝড়ো সন্ধ্যা ছিলো সেদিন। আজ হঠাৎ এমন দিনে সেই দিনের কথা মনে পড়ে গেলো। নিজেকে পাপের কুতুব মনে হলেও যেহেতু পরুষতান্ত্রিক সমাজে আমি বড় হয়েছি এটাকে গায়ে না লাগানোর শিক্ষা ছোট বেলা থেকেই শিখেছি। মদ্ধ্যবৃত্ত সমাজে মেয়েরা ঘরে বাইরে ধর্ষনের শীকার হয় এটা নতুন কিছু না। ধর্ষন এ সমাজের নারীদের অক্সিজেন এর মত হয়ে গেছে। নিজের ঘরের মা রাও বাবার হাতে অনেক রাতেই ইচ্ছার বিরুদ্ধে ধর্ষিত হয়েছে। বাবারা যে পুরূষ আর মারা যে নারী।নারী মানেই দেহ ভোগের যন্ত্র। এসব বুলি ঝেড়ে লাভ নেই। আজ আমি আমার এক পাপের কথা বলব।তখন আমি সবে ভার্সিটি তে উঠেছি। আশে পাশের রঙ্গীন দুনিয়ায় অনেক কিছু দেখছি। ক্যাম্পাসে উঠেই গাজার আসর চিনে ফেলেছি। ক্লাস এ কোনদিন গিয়েছি বলে মনে পড়ে না। এমন সময় আমার সম্পর্ক গড়ে ঊঠে ক্যম্পাসের এক মেয়ে সর্ণালীর সাথে। ও আমাকে নেশার দুনিয়া থেকে সরানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু আমার দুনিয়া টা নেশার রাজ্যেই হারিয়ে যাচ্ছিলো। তবুও জানি কোন এক মায়ায় মেয়ে টা আমাকে অনেক বেশীই ভালো বেসে যাচ্ছিলো। কিন্তু হতভাগা আমি কখনোই সেটা বোঝার চেষ্টা করি নাই। আমাদের সম্পর্ক তখন মাস চার এক। তখন আমাদের ভেতরে কিস ছাড়া আর কিছুই হয় নাই। আমি নেশা নিয়ে এততাই বিভর ছিলাম যে ওই সব চিন্তার সময় ছিলো না। এক রাতে ওর সাথে ফোন এ কথা বলছিলাম। অনেক রাত পর্যন্ত কথা বলছি। এক সময় কেন জানি যৌন চাহিদা অনুভব করছিলাম। আমি অবলিলায় অকে বলে ফেললাম তুমি কি আমার সাথে সেক্স করবে? ও শুধু বলল তোমার জন্য আমি সব এ করব শুধু তুমি ভালো ইয়ে যাও। আমি কেন জানি অনেক খুশি হলাম। আমি পড়ের দিন ফ্রেন্ড কে বললাম আমার বাসা লাগবে। শূভ আমাকে বলল ওর বাসা আগামী মাসে খালী হবে। আমি অপেক্ষায় দিন গুনতে লাগলাম।